বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত 

রাজধানীর জনবহুল এলাকা বাড্ডায় ৪নং ডি আই টি রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০মে) ভোর ৬টা ৪৩ মিনিটে ৪নং ডি আই টি রোডে একটি তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোর ৬টা ৪৩ মিনিটে বাড্ডার ৪নং ডি আই টি রোডে তিনতলা একটি ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, এ ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।

টিএইচ